জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ পালন

রাঙ্গামাটি সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়। উর্পযুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. ফেরদৌস কবির। জাতীয় শোক দিবস উদযাপন কমিটি -২০১৭ এর আহবায়ক ড. পার্থ প্রতীম ধর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষ রোপন। আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। যেসময়ে তিনি বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই এদেশের কিছু কুলাঙ্গার দেশি ও আর্ন্তজাতিকভাবে ষড়যন্ত্র করে তাকেঁ সপরিবারে হত্যা করে। কিন্তু তাঁর আদর্শকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধু বাংলাদেশ ও বাঙালী জাতির সাথে চিরন্তন ও অবিচ্ছেদ্য বন্ধনে গ্রথিত। আমাদেরকে শোককে শক্তিতে পরিণত করে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে যেতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।


Download PDF
15.08.2017 Principal
© 2024 Rangamati Govt. College | Technical Assistance by: explore IT